চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে আফিমসহ চার ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে এক কেজি পরিমাণ আফিম উদ্ধার করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে চকবাজার এলাকার জামান হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক চারজন হলেন, কক্সবাজারের চকরিয়ার মৃত জাকের উল্লাহর পুত্র জিল্লুর করিম (৪৯), একই জেলার ঈদগাঁর মৃত লাল আহমেদের পুত্র মকবুল আহমেদ, কুমিল্লা জেলার মনোহরগঞ্জের রাজা মিয়ার পুত্র মাহবুবুল আলম মাসুদ (৩৮), নগরীর চান্দগাঁও এলাকার হেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ সোহেল (২৮)।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি আফিম উদ্ধার করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন