১১ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে ২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এ উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান মেলার উদ্যোক্তারা।
মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সংসদ সদস্য এম এ লতিফ। অন্যান্য বছরের মতো এবারও থাইল্যান্ড মেলার পার্টনার কান্ট্রি হিসেবে ৬ হাজার ৭৫০ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশ নেবে।
বুধবার দুপুর ১২টায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি জানান, চার লাখ বর্গফুটের অধিক জায়গাজুড়ে অনুষ্ঠিতব্য মেলায় এবার ১২টি প্রিমিয়ার গোল্ড পেভিলিয়ন, ৩টি মেগা পেভিলিয়ন, ৮টি প্রিমিয়ার পেভিলিয়ন, ২০টি স্ট্যান্ডার্ড পেভিলিয়ন, ১৬৬টি প্রিমিয়ার মেগা পেভিলিয়ন, ২২টি মেগা বুথ, ১০টি প্রিমিয়ার গোল্ড বুথ, ১৪টি স্ট্যান্ডার্ড বুথ, তিনটি রেস্টুরেন্টসহ মোট ৩৮টি পেভিলিয়ন বসবে। তিনটি আলাদা জোনে বিভক্ত হয়ে মোট ৪৫০টি’রও অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, আজ থেকে ২৪ বছর আগে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ছোট্ট পরিসরে বাণিজ্য মেলা শুরু হয়েছিল। সেই মেলায় এখন প্রতিদিন লক্ষাধিক মানুষ আসে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন