গত বর্ষবরণের দিন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনাকে 'তেমন কোনো বিষয় না’' বলে দেওয়া মন্তব্য প্রত্যাহার করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, তার বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
আজ বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়। সেখানে আরও বলা হয়, এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে একটি সংগঠন এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাজাহান খান বর্ষবরণের নারী লাঞ্ছনার ওই ঘটনাকে 'তেমন কোনো বিষয় না' বলে মন্তব্য করে বলেন, এমন টুকিটাকি ঘটনা হতেই পারে।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ