রাজশাহীর বাগমারায় ক্ষেতের ফসল নষ্ট করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে একজন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (২৫)। তিনি বাগমারার সাইপাড়া গ্রামের বাসিন্দা। দুলাল মারা যাওয়ার পর অপরপক্ষের চারজনকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাইপাড়া গ্রামের আবদুল লতিফ (৫০), মকবুল হোসেন (৪৫), ইসমাইল হোসেন (৪৩) ও আলতাফ হোসেন (৩৫)। এর আগে গত মঙ্গলবার বাগমারার সাইপাড়া গ্রামে ক্ষেতের ফসল নষ্ট করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের আবদুল লতিফের ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে একই গ্রামের ইয়াসিন আলীর লোকজন আলু বহন করছিলেন। এতে ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়। লতিফ এ নিয়ে প্রতিবাদ করলে তার সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে ইয়াসিন আলীর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। তারাও লোকজন নিয়ে পাল্টা হামলা করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিন দু’পক্ষের মধ্যে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের ১০জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। দুলাল মারা যাওয়ার পর আবুল কালাম আজাদ নামে তার এক আত্মীয় বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার চার আসামিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে তারাও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ