রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুর রেলস্টেশনগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন