রাজধানীর ওয়ারী থেকে শাপলা (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়ারী থানাধীন বজহরি রোড, বাসা নম্বর ২৭/ ০১, ছয়তলা ভবনের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শাপলা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার তুলাচরের আমিনুল মিয়ার মেয়ে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলিম হোসেন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, ওই ছয়তলা ভবনে শাপলাসহ আরও তিন নারী ভাড়া থাকতেন। মৃত শাপলা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন