রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার দিনগত রাতে রাত্রীকালীন দায়িত্ব পালনের সময় মারা যান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক (৫৫)।
তিনি বাড্ডা থানায় কর্মরত ছিলেন বলেন জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
তিনি জানান, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে চিকিৎসকরা ফজলুল হককে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন