জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার পরিকল্পনায় ২০০৭ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় করাগারে পাঠানো হয়।
সে ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রেখেছে অভিযোগ করে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি যাতে দাঁড়াতে না পারে, তাদের (সরকার) লুটপাট, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলতে না পারে, সেজন্য তারা আমাদের নিঃশেষ করতে চায়।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন