রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে মারপিটের জের ধরে ছাত্র হোস্টেলের দুই ব্লকের তিনটি কক্ষে অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ব্লকে এ অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কলেজের শিক্ষার্থীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দুপুরে ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে একটি হোস্টেলে তুলে নিয়ে যান। সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাকে মারপিট করেন। পরে তারা সেখান থেকে চলে যান। এরপর অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রলীগ কর্মীকে মারধরের খবর ছড়িয়ে পড়লে দুপুর তিনটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোস্টেল দুটিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজাখুঁজি শুরু করে। তবে সেখানে তাদের না পেয়ে হোস্টেল তিনটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। এসময় কলেজ হোস্টেলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষ এড়াতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, দলের কর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। তারা রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রতিবাদ সমাবেশে তারা ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব জানান, ছাত্রদল নেতারা তাদের কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারপিট করেছে। তারা কলেজের স্বাভাবিক অবস্থা অস্থিতিশীল করতে এ কাণ্ড ঘটিয়েছে। তবে অগ্নিসংযোগের বিষয়টি তিনি স্বীকার করেননি।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান জানান, তিনটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখতে পুলিশকে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ