আইনি জটিলতায় এক মাস আগে সাময়িক বরখাস্ত হওয়া বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু উচ্চ আদালতের আদেশে পদ ফিরে পেয়েছেন। মঙ্গলবার সকালে পুনরায় পৌর মেয়রের চেয়ারে বসেছেন বলে জানান মেয়র আবুল কালাম আবু।
মেয়র আবুল কালাম আবু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আল্লাহর রহমতে ও পৌরবাসীর দোয়ায় সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবার জনগণের সেবায় কাজ শুরু করেছি। তবে সুখে-দুঃখে পৌরবাসীর পাশে থাকতে চান বলে জানান তিনি।
জানা যায়, স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রথম নির্বাচিত মেয়র আবুল কালাম আবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বোয়ালখালী থানার মামলা চট্টগ্রাম ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১ (১) বিধান মোতাবেক মেয়রের পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র ১কে ভারপ্রাপ্ত পৌর মেয়রের দায়িত্ব অর্পণের কথাও বলা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ