চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ চারজনকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার গভীর রাতে খুলশী থানার হাউজিং এলাকার ১ নাম্বার সড়কের ৭ নাম্বার গলি থেকে আটক করা হয়।
আটক হওয়া ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান বলে জানান খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল পাল। এসময় দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন জিকু চন্দন দাশ (২২), মোহাম্মদ মামুন (২১), মো. কাউসার (২২) ও কায়সার (২৩)।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ