সিলেট নগরীর কুমার পাড়াস্থ মা-মনি ক্লিনিকে অবহেলা ও ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় চার চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গ্রেফতারি পরোয়ানাভুক্তরা হলেন: মা-মনি ক্লিনিকের চেয়ারম্যান শিশু বিশেষজ্ঞ ডা. এম এ মতিন, ব্যবস্থাপনা পরিচালক ডা. আজির উদ্দিন আহমদ, নির্বাহী পরিচালক ডা. মোদাব্বির হোসেন, পরিচালক সৈয়দ মো. খসরু, মুজিবুল হক, ডা. শফিকুর রহমান (জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি) ও ব্যবস্থাপক জামাল আহমদ।
সিলেটের কানাইঘাট উপজেলার নিজ বাউরভাগ পূর্ব গ্রামের হবিব আহমদের দায়েরকৃত মামলায় গত ১২ মে মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, হবিব আহমদের তিনমাস বয়সী ভাগ্নে জ্বরে আক্রান্ত হলে ২০১৩ সালের ২৮ অক্টোবর মা-মনি ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, শিশুটির নিউমোনিয়া হয়েছে। কিন্তু ভর্তির পর থেকে কোন বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিকে আসেননি। পরদিন কর্তব্যরত চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা খারাপ। তখন শিশু রোগ বিশেষজ্ঞ ও ওই ক্লিনিকের চেয়ারম্যান এমএ মতিনকে ডেকে আনার অনুরোধ করলেও তিনি আসেননি। দুপুর পৌণে ১টার দিকে ডা. মতিন আসলেও এর আগেই শিশুটি মারা যায়। বাদির অভিযোগ ভুল ইনজেকশন দেয়ায় এবং বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও প্রতারণার অভিযোগ এনে ২০১৩ সালের ১১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন হবিব আহমদ।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিক আহমদ জানান, মামলাটি পুলিশ দুইদফা তদন্ত করলেও তা নিরপেক্ষ হয়নি। পুলিশি তদন্তে আসামিদের রক্ষার চেষ্টা করায় বাদি পক্ষ আদালতে নারাজি দেন। গত ১২ মে মূখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো উভয়পক্ষের বক্তব্য শুনে বাদির দরখাস্তে উল্লিখিত ৭ আসামির বরিুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ