রাজধানীর বেইলি রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৪০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার স্বজনদের দাবি, মোস্তাফিজুর ১৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে মোস্তাফিজুর বেইলি রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে তিনি জখম হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার পকেটে থাকা মোবাইলফোন দিয়ে স্বজনদের খবর দেওয়া হয় বলে নিহতের ভাই আরিফুল ইসলাম জানান।
কান্নাজড়িত কণ্ঠে আরিফুল জানান, তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার ভাইয়ের মানসিক সমস্যা ছিল। ১৪ দিন আগে মোস্তাফিজুর গ্রামের বাড়ি থেকে বের হন। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। মোস্তাফিজুরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব