রাজধানীর যাত্রাবাড়ীতে হাবিবুর রহমান খোকন (৪৮) নামের এক ব্যবসায়ীর নিকট থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ীর ইঞ্জিনিয়ার গলিতে এ ঘটনা ঘটে বলে জানান ছিনতাইয়ের শিকার হাবিবুরের ছেলে আকমল।
তিনি বলেন, তার বাবা বাসা থেকে ব্যবসায়িক প্রয়োজনে একলাখ টাকা নিয়ে মোটরসাইকল যোগে ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইউনূস মোল্লা জানান, টাকা খোয়া যাওয়ার খবর শুনেছি। তবে টাকার পরিমাণ কত তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব