সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় মোবাইল সেট চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মো. আব্দুল মালেক (২৮)। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন সীতাকুণ্ডের শীতলপুর কুলাবাজারের পূর্বপাশের বশিরের ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগে রাতে কিছু লোক আব্দুল মালেককে ঘর থেকে ডেকে চৌধুরীঘাটা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে বেধম মারধর করা হয়। এতে তিনি মারা যান।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার সহকারী উপ পরিদর্শক শাহিনুর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। বুধবার সকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করি। এসময় ঘটনাস্থলে জড়ো হওয়া সন্দেহভাজন পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
নিহত মালেকের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসআই শাহিনুর ইসলাম।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব/ আফরোজ