সাভারের আশুলিয়ায় বাসচাপায় শওকত নামে (৪৫) এক পথচারী নিহত হয়েছেন। আজ সকালে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। নিহত শওকতের বাড়ি আশুলিয়ার ডেণ্ডাবর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শওকত নামে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা নামের একটি যাত্রীবাহী পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-১২