বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। মঙ্গলবার রাতে রোগীর স্বজনদের সাথে চিকিৎসকদের বাকবিতন্ডার জেরে তারা এ ধর্মঘট পালন করছেন।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, সিরাজুল ইসলাম নামে একজন রোগী গত মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়। এ সময় তার সাথে ১২/১৩ জন স্বজন ভীড় জমায়। তখন কর্তব্যরত চিকিৎসক একজন ছাড়া বাকী সবাইকে বের হতে বলেন।
এ নিয়ে স্বজনদের সাথে তর্কের এক পর্যায়ে স্বজনরা মেডিকেলের সহকারী রেজিস্ট্রার ডা. শাহআলমকে লাঞ্চিত করে বলে অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনার খবর পেয়ে ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজনদের মারধর করে। এই খবরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে পুলিশের উপর চিকিৎসকরা হামলা চালায় বলে অভিযোগ করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ চিকিৎসকদের লাঞ্চিত করেছে বলেও পাল্টা অভিযোগ করেছে চিকিৎসকরা। এর জের ধরে ইন্টার্ণ চিকিৎসকরা মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ধর্মঘট শুরু করেন। এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করলেও আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোন সুরাহা হয়নি।
এদিকে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট শুরু করায় রোগীর চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম জানান, রোগীদের সেবায় কোন অসুবিধা হচ্ছেনা। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের বিষয়ে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-১৭