ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর সীমান্তবর্তী গড়িয়ারপার এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ফাতেমা বেগম নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা উজিরপুর উপজেলার হারতা বাজারের মো. জাকির হোসেনের স্ত্রী।
জানা যায়, ফাতেমা মাইক্রোবাস যোগে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এসময় বেলা ১২ টার দিকে গড়িয়ারপার এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি ট্রাকের সাথে যাত্রীবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের একপাশ দুমড়ে-মুচড়ে গেলে ফাতেমাসহ আরো বেশ কয়েকজন আহত হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, ফাতেমা বেগমকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বরিশাল বিমান বন্দর থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রাক ও মাইক্রোবাস পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-১৯