অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের জনসংযোগ বিভাগ অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উপপরিচালক নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ওই অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে থাকছেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
আসলাম চৌধুরীর মালিকানাধীন রাইজিং গ্রুপের একাধিক সিএনজি স্টেশন, লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন