৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক কুমিল্লা শাখার সাবেক ম্যানেজার মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে দুদক কুমিল্লা।
বুধবার দুপুরে তাকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নলুয়া গ্রামের আবদুর রশিদ আমিনের ছেলে।
দুদক কুমিল্লার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, ২২এপ্রিল কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মোশারফ হোসেনের বিরুদ্ধে ৭জন গ্রাহকের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন যমুনা ব্যাংক কুমিল্লা শাখার এক্সিকিউটিভ অফিসার আবুল কালাম আজাদ। পরে ব্যাংক কর্তৃপক্ষ দুদকের সহযোগিতা কামনা করেন।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ জানুয়ারি মোশারফ হোসেন যমুনা ব্যাংক কুমিল্লা শাখায় যোগদান করেন। যোগদানের পর তিনি ব্যাংকের বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা ধার নেওয়ার নামে সই করা খালি চেক নেন। একই সঙ্গে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেন। এ ঘটনার পর প্রধান কার্যালয় গত ৭ এপ্রিল তাকে প্রত্যাহার করেছে।
এদিকে মোশরারফ হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন তার ভাই মোশারফ হোসেন নিখোঁজ হয়েছে বলে ৮ এপ্রিল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। তখন ব্যাংকের একটি সূত্র জানায়, টাকা আত্মসাত বিষয়টিকে আড়াল করতে ওই কর্মকর্তা নিখোঁজ নাটক সাজিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন