কয়েক দিন ধরে নগরীর ফুটপাত ও রাস্তা থেকে হকারদের সরে যেতে মাইকিং করছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
স্বেচ্ছায় সরে না গেলে আইনানুগ ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেয়া হয়। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছিল না। হকাররা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়েই যাচ্ছিলেন।
মাইকিংয়ে কাজ না হওয়ায় বুধবার অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী, বুলডোজার ও ট্রাক নিয়ে অভিযানে নামেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। বুলডোজার দিয়ে অভিযানে নামতে দেখে ফুটপাতে মালপত্র রেখে দৌঁড়ে পালিয়ে যান হকাররা।
সিসিক সূত্রে জানা যায়- সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা থেকে কোনভাবেই হকারদের সরানো যাচ্ছিল না। ফুটপাত হকারমুক্ত করতে বুধবার বিকেল পৌণে ৩টার দিকে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামানকে সাথে নিয়ে মাঠে নামেন। সিটি পয়েন্ট থেকে শুরু হয় অভিযান। বুলডোজার ও ট্রাক দিয়ে অভিযানে নামতে দেখে হকাররা মালপত্র ফেলে দৌঁড়ে পালাতে থাকে। পরে বোলডোজার দিয়ে অস্থায়ী দোকানগুলো ভেঙে মালপত্র ট্রাকে ভরে সিটি করপোরেশনে নিয়ে যাওয়া হয়। আধঘন্টার অভিযানে সিটি পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাত হকার মুক্ত হয়।
এ ব্যাপারে সিসিক'র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলাদেশ প্রতিদিনকে জানান- নগরীর ফুটপাতে আর হকারদের বসতে দেয়া হবে না। নগরীকে যানজটমুক্ত রাখতে ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখা হবে। রাস্তায় অবৈধভাবে কোন পার্কিংও করতে দেয়া হবে না। কেউ আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন