চট্টগ্রামের হালিশহরে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় তৌহিদ আহমেদ (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বিশ্বাস।
নিহত তৌহিদ আহমেদ নোয়াখালীর বাসিন্দা এবং নগরীর হালিশহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন।
ওসি রণজিৎ বিশ্বাস জানান, পাহাড়তলী এলাকা থেকে স্কুলে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ওই স্কুলশিক্ষককে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব