রাজধানীর সবুজবাগে পুকুরে পড়ে সায়েম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সায়েম মতিঝিল আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম হামিদুল ইসলাম রনি।
সবুজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস শহিদ জানান, বুধবার রাতে তার পরিবার নিখোঁজ দাবি করে থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ