চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ কিশোরীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তাদেরকে উদ্ধার করা হয়। বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ১৬ মে তিন কিশোরী চট্টগ্রামে তাদের নিজ বাসা থেকে মোট ৬২ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
এদিকে মেয়েদের কোনো খবর না পেয়ে তাদের বাবা-মা ওইদিনই সিএমপি'র ইপিজেড থানায় জিডি করে। পরে পুলিশ বান্দরবানের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে স্থানীয় বখাটের কবল থেকে তাদেরকে উদ্ধার করে। তিনি আরও জানান, তিন কিশোরী দু'দিন কক্সবাজারে বেড়িয়ে বান্দরবানে বেড়াতে আসে। এরা তিনজন বান্ধবী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বুধবার রাতেই ওই কিশোরীদের তাদের অভিবাবকদের কাছে তুলে দেয় বান্দরবান জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান নিজের মতামত ব্যক্ত করে বলেন, তিনটি কিশোরী মেয়েকে উদ্ধার করে তনুর পরিণতি ঠেকালো বান্দরবান পুলিশ। এদের মতো কেউ যেন বিপদ ডেকে নিয়ে না আনে। উদ্ধার ওই তিন কিশোরী হলো লিনা ( ১৩), আরতী (১৩) এবং মিশু (১৩) (সবার ছদ্দনাম)।
বাবা মায়ের অনুপস্থিতিতে গত ১৬ মে বাসা থেকে টাকা নিয়ে (একজন ৬০ হাজার, আর দু'জন ২ হাজার করে) কক্সবাজার চলে যায় তারা। সেখানে গিয়ে হোটেলে উঠে, তারপর পর্যটক হিসেবে সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে ঘুরতে থাকে।
এদিকে, কেবল শৈশব পার করা মেয়েদের না পেয়ে তাদের বাবা মা ওইদিনই সিএমপি'র ইপিজেড থানায় জিডি (নং-৮১৬, তারিখ: ১৬/০৫/২০১৬ইং) করেন। অতঃপর পুলিশও তাদেরকে খুঁজতে থাকে। অবশেষে ১৯ মে বান্দরবানের পুলিশ সুপারের বিশেষ তত্ত্বাবধানে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বান্দরবানের দু'জন স্থানীয় বখাটের কবল থেকে তাদেরকে উদ্ধার করে বান্দরবান পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ