বরিশাল নগরীর নথুল্লাবাদ আলহাজ্ব খাদেম কমপ্লেক্স থেকে এক ভুয়া চিকিৎসককে আটকের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে আটক মো. জাহাঙ্গীর আলমের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ডিপ্লোমা ইন প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করে নিজের নামের পাশে ডাক্তার লিখে চিকিৎসা করে আসছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক সুখময় সরকার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেন বলে জানান এপিবিএন'র পরিদর্শক আলী আহম্মেদ।
তিনি জানান, জাহাঙ্গীর আলম নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দালালের মাধ্যমে রোগী সংগ্রহ করে এক হাজার টাকা ফি নিয়ে রোগী দেখতেন। এছাড়া তিনি ব্যবস্থাপত্রে নামহীন-মানহীন দেশি-বিদেশি ওষুধ অধিক মূল্যে রোগীদের কাছে বিক্রি করতেন। এদিন তার চেম্বারে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এ সময় তার চেম্বার থেকে দুই কার্টন অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ