১০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের টেকনোলজিস্ট এবং আইএইচটি শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে হাসপাতালের প্যাথলজি, রেডিওলজী, রক্ত পরিসঞ্চলন বিভাগ এবং রেডিওথেরাপি বিভাগে তালা ঝুলিয়ে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন টেকনোলজিস্টরা।
ক্লাশ এবং পরীক্ষা বর্জন করে তাদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন বরিশাল আইএইচটি শিক্ষার্থীরা। সকাল ১১টায় পেশাজীবী (টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট) পরিষদ এবং ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বান্দ রোড হয়ে হাসপাতাল এবং কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে।
এদিকে কর্মবিরতির কারনে হাসপাতালের সকল রোগ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। হাসপাতালের ওষুধ বিতরণ কক্ষ (ফার্মেসী) থেকে দেওয়া হয়নি বিনামূল্যের ওষুধ। এ কারনে ভোগান্তিতে পড়েন রোগীরা।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ