পাঁচ দফা দাবিতে চতুর্থ দিনের মত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনের সমন্বয়ক মো. আমিনুল ইসলাম বলেন, দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। তবে সরকার যদি আমাদের ন্যায্য দাবি মেনে না নেয় তাহলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে।
তিনি বলেন, আমাদের মত ডিপ্লোমা করে অন্যান্য পেশায় চাকরিরতরা উচ্চ শিক্ষার সুযোগ এবং ১০ম গ্রেড পদমর্যাদায় চাকরি করেন। অথচ চার বছর মেয়াদী মেডিকেল টেকনোলজি কোর্স করেও আমরা উচ্চ শিক্ষার জন্য কোথাও ভর্তি হতে পারি না। এমনকি চাকরির ক্ষেত্রে আমরা ১১তম গ্রেড পদ মর্যাদায় কাজ করতে হয়। এটা বৈষম্য।
এসময় শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- উচ্চ শিক্ষার ব্যবস্থা করা। কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদফতর, পরিদফতর, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি করা। ম্যাটস শিক্ষার্থীদের জন্য মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামের একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা এবং ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন এবং ভাতা প্রদান।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ