রাজশাহীতে ব্যাটারি চালিত ভ্যানের চালককে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে গোদাগাড়ী ও তানোর উপজেলার সীমান্ত এলাকা পাকড়ি ঝিনাখাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী থানা পুলিশ ওই ভ্যানচালকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ দুই দুর্বৃত্তকে আটক করেছে।
নিহত ভ্যানচালকের নাম হেফাজুল ইসলাম ওরফে পিচ্চি (১৪)। সে তানোরের মুণ্ডুমালা পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের সাইফুদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনায় আটককৃতরা হলেন মুণ্ডুমালা চারপুকুরিয়া এলাকার শ্রাবণ ওরফে শাওন (২৩) ও সাদিপুর এলাকার ফারুক হোসেন (৩০)।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, হেফাজুল ইসলামের ব্যাটারি চালিত একটি ভ্যান আছে। সে পেশায় ভ্যান চালক। বুধবার সকালে ওই দুই যুবক গোদাগাড়ীর পাকড়ি যাওয়ার কথা বলে তানোরের মুণ্ডুমালা বাজার থেকে ভ্যানটি ভাড়া করে। পরে তারা গোদাগাড়ী ও তানোরের সীমান্ত এলাকার নির্জন ঝিনাখাড়ির কাছে গিয়ে কৌশলে ভ্যানটি থামায়। এরপর ওই দুই যুবক ইট দিয়ে মাথায় আঘাত করে ভ্যান চালকের মৃত্যু নিশ্চিত করেন। পরে তারা লাশটি খালের ঝোপের মধ্যে লুকিয়ে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যান।
ওসি আরও জানান, ভ্যানটি নিয়ে যাওয়ার পর তারা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা এলাকায় গিয়ে বিক্রি করার চেষ্টা করে। কিন্তু বিক্রি না হওয়ায় বিকেলে তারা স্থানীয় একটি আম বাগানে ভ্যানটি ফেলে রেখে চলে যায়। অন্য ভ্যান চালকদের কাছ থেকে খুনির সম্পর্কে ধারণা পেয়ে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ