বাংলাদেশ যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও এর অধীনে ৩০ ও ১০০ নং ওয়াড’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে আজ আদাবরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদিকা লিপি গাজী, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার শিল্পীসহ কেন্দ্রীয়, মহানগর ও থানার যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
সভা শেষে আদাবর থানা ও ওই দুই ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সালমা আক্তার দোলাকে সভাপতি, মনী বেগমকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে ৩০ নং ওয়ার্ডের লিপি বেগমকে সভাপতি ও আরিফা বেগমকে সাধারণ সম্পাদক এবং ১০০নং ওয়ার্ডে সুবর্ণা আক্তারকে সভাপতি ও জেসমিন আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ