সাভারে পৃথক ঘটনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে ছেলের স্ত্রী। অন্যদিকে যৌতুকের টাকা না পেয়ে পারুল আক্তার (২০) নামের এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী।
বৃহস্পতিবার দুপুরে সাভারের কলমা ও আশুলিয়ার কাঠগড়া এলাকা এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাশুড়ি সুফিয়া বেগম (৫০) ও পোশাক শ্রমিক পারুল আক্তার (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের কারণে আমজাদ মিয়ার স্ত্রী দেলেরা বেগমের সাথে তার শাশুড়ি সুফিয়া বেগমের (৫০) প্রচন্ড ঝগড়া শুরু হয়। এসময় বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূ দেলেরা বেগম তার শাশুড়ির মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে গত কয়েকদিন ধরে পারুলকে (২০) তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য চাপ দিয়ে আসছিলো স্বামী শাওন মিয়া। পরে সে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে বুধবার রাতে তাদের মধ্যে প্রচন্ত ঝগড়া হয়। পরে বৃহস্পতিবার সকালে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরের দুপুরের দিকে স্থানীয়রা নিহতের কক্ষের ভেতরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন