চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনকে তিনদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার পুলিশের করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন, খায়ের আহম্মেদ, জামাল হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল আলম ও কামরুল হোসেন।
চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পাঁচজনকে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ বলেন, নিহত আবদুল মালেকের লাশ ময়না তদন্ত শেষে গত বুধবারই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আব্দুল মালেককে (৩০) মোবাইল চুরির অপরাধে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার। তিনি পেশায় কাঠ মিস্ত্রি।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন