বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হত্যা, নৈরাজ্য ও ষড়যন্ত্রের রাজনীতির খেলা বন্ধ করুন। খেলতে চাইলে সোজা পথে আসুন। সোজাপথে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল তো হতে পারছেন না। তাই ২০১৯ সালের নির্বাচনের মাঠে খেলার জন্য প্রস্তুতি নেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া সব সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হরতাল, অবরোধ, মানুষ হত্যা, নৈরাজ্যসহ তাঁর সকল ষড়যন্ত্র ব্যার্থ হওয়ার পর তিনি ইসরাইয়েরর গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এটাতেও তিনি ব্যার্থ হয়েছেন। তাই বেগম জিয়াকে বলি ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তনু হত্যার বিচারও হবে। তনু হত্যার ঘটনার তদন্ত শেষ পর্যায়ে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি হবে।
স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ