বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বিএনপি নামক রাজনৈতিক দলটির জন্মই হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের মাধ্যমে। গণতন্ত্রে রাজনীতি করতে তাদের ভাল লাগে না। এখনো তারা চক্রান্তের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশ বিএনপি নেত্রী খালেদা জিয়া ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছেন।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি-জামায়াতের ইসরাঈলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগসাজশে দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ছাত্রলীগের ঢাবি সভাপতি আবিদ অলি হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, দক্ষিণের সভাপতি বায়জিদ আহম্মেদ খাঁন, কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
মির্জা আজম বলেন, বিএনপি সবসময় ষড়যন্ত্র-চক্রান্ত করে বেড়ায়। এটাই তাদের ইতিহাস। আমরা বিস্মিত হব না যদি কখনও বেরিয়ে আসে যে মোসাদ-ই বিএনপিকে পরামর্শ দিয়েছিল জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে কোনো ষড়যন্ত্রই হালে পানি পাবে না।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বিএনপি মতা যেতে না পেরে আবার ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছেন। মুসলমানের শক্র ইসরাঈলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। ওই বিএনপি জামায়াত-শিবির চক্র ছাত্রলীগকে নিয়ে যেন কোন প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসরাঈলের গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে তার সমস্ত দায়ভার জঙ্গীমাতা খালেদাকে নিতে হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, মানবতা বিরোধী ফিলিস্তিনে বোমা হামলাকারী অসংখ্যা নারী ও শিশু হত্যকারী ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগ করার ফসল হিসেবে বেগম খালেদা জিয়া আসলাম চৌধুরীকে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। আসলাম চৌধুরী সংখ্যালঘুদের উপর হামলার মত মিথ্যাচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এভিত্তিহীন, অথচ ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত সরকার দেশে অসংখ্যা সংখ্যালঘুদের হত্যা করেছে তাদেরকে ভিটা ছাড়া করেছে। তা এদেশের মানুষ কখনো ভুলবে না এবং তাদেরকে মাফ করবে না।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ