মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে । সোমবার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, "রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬০ গ্রাম হেরোইন, দুই কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩১৬ পিস ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।"
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, "আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-১১