টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে থানা যুবলীগ নেতা বিল্লাল মোল্লার লোকজনকে মারধরের ঘটনায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিল্লাল মোল্লা। গত রবিবার রাতে তিনি এ অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন- সাইফুল ইসলাম, আবুল মিয়া, পিস্তল কবির, মাসুম, সাদ্দাম সেলিম, ইসমাইলসহ আরো অজ্ঞাতনামা ২০/২৫জন। এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিল্লাল মোল্লা থানায় অভিযোগ দিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযোগে জানা যায়, গত রবিবার দুপুর পৌনে ১টার দিকে থানা যুবলীগ নেতা বিল্লাল মোল্লা ব্যবসায়ীক উদ্দেশ্যে গাজীপুরা এলাকায় ভিয়েলাটেক্স কারখানায় যান। এসময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বিল্লাল মোল্লার লোকজনকে মারধর করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৬