গাজীপুরের টঙ্গী দেওড়া ফকির মার্কেট এলাকায় এসএস সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার কারখানার মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা না দিয়ে গতমাসে নামমাত্র একটি নোটিশ প্রদান করে কারখানা অন্যত্র স্থানান্তর করেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এ বিষয়ে কারখানার জিএম ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কারখানাটি সাতাইশ দাড়াইল এলাকায় স্থানান্তর করা হয়েছে। অনেক শ্রমিক ওই এলাকায় গিয়ে কাজ করতে রাজি না হয়ে আন্দোলনে নেমেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৮