রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্বামীর ওপর অভিমান করেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বজনরা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার ভাড়া বাসায় পারিবারিক অনুষ্ঠানে খাদিজার সঙ্গে তার স্বামী মো. রনির ঝগড়া হয়। এর জের ধরে খাদিজা ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে খাদিজা আক্তারকে (২০) মুমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, খাদিজার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-০৫