রাজধানীর মালিবাগ এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত কামাল হোসেন পটুয়াখালী জেলার মো. আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্মাণ কাজ করার সময় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-০৮