রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের ক্যান্টিনে রান্নার চুলা বিস্ফোরণে রকিবুল ইসলাম (২৮) নামে দগ্ধ এক বাবুর্চির সহকারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার বিকেল ৪টার দিকে রান্নার সময় পাম্প করা কেরোসিনের চুলা হঠাৎ বিস্ফোরিত হলে ক্যান্টিনের বাবুর্চি হুজ্জাদ (৩৫) এবং তার সহকারী রকিবুল ইসলাম (২৮) দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-১৮