রাজধানীর গাবতলী এলাকা থেকে খায়রুল নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিনগত রাতে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬টি পিস্তল, একটি শুটারগান, ৩৫টি বুলেট ও ১২টি ম্যাগজিন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/ ০১ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫