বাবার মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করবেন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম।
হাসনাত করিমের স্ত্রী শারমিন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হাসনাত করিমের বাবা রেজাউল করিম সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৬ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
হাসনাত করিম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছে। সর্বশেষ রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন নাকচ হয়।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৩