সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জেলা পরিষদ নির্বাচনের কথা হচ্ছে। অনেকে যেতে চায় না, কেন নির্বাচন করবো! নিবার্চনের নামে হচ্ছে বোমাবাজি।
মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাযার্লয়ের সামনে জাপা’র অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতি আয়োজিত এক যুব সমাবেশে এ কথা বলেনতিনি ।
এরশাদ বলেন, পত্রিকায় লেখা দেখছি, আগাম সংসদ নির্বাচন হতে পারে। আমরা প্রস্তুত রয়েছি, যেকোনো সময়ের জন্য।
যুব সংহতির কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মাধ্যমে আমি ক্ষমতায় গিয়েছিলাম। আবার তোমাদের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। এজন্য তোমাদের প্রতি আমার অনুরোধ, নির্দেশ দিচ্ছি, জনগণের কাছে যাও, তাদের ভালোবাসা অজর্ন করো, আস্থা অর্জন করো। দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না, শক্তি অর্জন করো।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৪