বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে আজ গণতন্ত্র ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। তার জন্য একটি স্বাধীন, সার্বভৌম নির্বাচন কমিশন দরকার। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের গ্যারান্টি পেলে বিএনপি অবশ্যই তাতে অংশ নেবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোমান আরও বলেন, পাকিস্তানের বিজাতীয় শোষণের বিরুদ্ধে যে লড়াই একাত্তরে শুরু হয়েছিল, তা আজও শেষ হয়নি। এখনো দেশে গণতন্ত্র নেই, আজো কথা বলার অধিকার নেই। হামলা আর মামলা রাজনীতিকদের নিত্য সঙ্গী।
বিএনপি নেতা বলেন, দেশে জনগণের ভোটাভুটির সুযোগ সৃষ্টি করতে হবে। যার প্রধান বাহন নির্বাচন কমিশন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এমন পরিস্থিতি তাদেরই সৃষ্টি করতে হবে।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৫