বরিশালে জেএসসি পরীক্ষা চলাকালে বৈদুতিক পাখা (ফ্যান) খুলে পড়ে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে নগরীর কালীবাড়ী রোডের জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ঊষা আক্তার নগরীর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং নগরীর আমানতগঞ্জ এলাকার ইসলামিয়া কলেজ এলাকার বাবুল মোল্লার মেয়ে।
জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, বিদ্যালয় ভবনের দোতলার ১৫ নম্বর রুমে পরীক্ষা দিচ্ছিলো ঊষা। এ সময় তার মাথার উপর চলন্ত ফ্যানটি হঠাৎ খুলে পড়ে। তাৎক্ষণিক পরীক্ষা কেন্দ্র থাকা মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। হঠাৎ করে ফ্যানটি খুলো পড়লে আরও ২/১ জন পরীক্ষার্থী আঘাতপ্রাপ্ত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।
এদিকে ফ্যান খুলে পড়ে পরীক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে ওই ছাত্রীকে দেখতে দুপুরেই হাসপাতালে যান শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন।
দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিয়ার-উল কবির জানান, ওই ছাত্রীর আঘাত গুরুতর নয়। সে ভয় পেয়েছে। চিকিৎসায় সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে তারা আশা করেন।
এদিকে কোন অঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশালে অতিবাহিত হয়েছে জেএসসি পরীক্ষার প্রথম দিন। বরিশাল শিক্ষাবোর্ডে এবার জেএসসি পরীক্ষর্থীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪শ’ ৫৬।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৬