পূজা, খাদিজা, তনু, রিশার মতো শিশু ও নারীদের উপর নির্যাতনকারী অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু। পূজা ধর্ষণের বিচার দাবি এবং দেশে অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)র সভাপতি শাবান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, বিএফইউজের যুগ্ম মহাসচিব পুলক ঘটক, সাব এডিটরস কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমা, ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সাংবাদিক মুনিমা সুলতানা, বাংলাদেশ উন্নয়ন পরিষদের সজিতা সমদ্দার, নারী জোটের উম্মে হাসান ঝলমল, শাপলা নীড়ের আতিকা বিনতে বাকী, সদস্য শান্তা মারিয়া, তাসকিনা ইয়াসমিন, দিলরুবা খান, আনজুমান আরা শিল্পী, সেবিকা দেবনাথ, সাজেদা হক, মাহমুদা আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ আফরোজ