ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৩ জন প্রতিযোগী। আগামী ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ৫ টি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে ১ হাজার ৬ শত ৯৫টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯ শত ১০ টি আবেদন ফরম জমা পড়েছে। এর মধ্যে থিওলোজি অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৯ শত ৬০ টি আবেদন জমা পড়েছে। এতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৮ জন প্রতিযোগী।
কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪২০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৯ শত ৫৬ টি। প্রতি আসনের বিপরীতে ৩৬ জন প্রতিযোগী রয়েছে। সমাজ বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ২২৫ টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩ শত ৮২টি আবেদন জমা পড়েছে। এতে প্রতি আসনের বিপরীতে ৬৪ জন প্রতিযোগী রয়েছে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ই্উনিটে ১৩৫ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ২ শত ৮৯টি। এতে প্রতি আসনের বিপরীতে ৯১ জন প্রতিযোগী রয়েছে। একই অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটে ১৩৫ টি আসনের বিপরীতে ১২ হাজার ৩ শত ৯১টি আবেদন জমা পড়েছে। এখানে প্রতি আসনের বিপরীতে ৯২ জন প্রতিযোগী রয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২ হাজার ৯ শত ৪৪ টি আবেদন জমা পড়েছে। এতে প্রতি আসনের বিপরীতে ২৯ জন প্রতিযোগী রয়েছে।
ব্যবসায় অনুষদ ভুক্ত ‘জি’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৩ শত ২৭ টি। এখানে প্রতি আসনের বিপরীতে ২৮ জন প্রতিযোগী রয়েছে।
আইন ও মুসলিম বিধান অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৫ হাজার ৬ শত ৬১ টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৪০জন প্রতিযোগী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
আগামী ১০ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রবেশপত্র উত্তোলন করতে বলা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িরঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল