চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার প্রথমদিনে ২ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৬২ হাজার ৮৪২ জন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার ২১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বলেন, শিক্ষাবোর্ডের অধীনে ২১১টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ২ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বোর্ডের ১০টি পরিদর্শক টিম কাজ করেছে। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় ১ হাজার ২২১টি স্কুলের ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮১ হাজার ৮২৫ জন ছাত্র ও ৯৯ হাজার ৮২৭ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৬৩ হাজার ৯৮৯, অনিয়মিত ১৭ হাজার ৬৬১ এবং মানোন্নয়ন পরীক্ষায় ২ জন শিক্ষার্থী অংশ নেয়।
মহানগরীর পাঁচ জেলার ২১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীতে ৩৯টি, জেলায় ১২৩টি, কক্সবাজার জেলায় ৩১টি, রাঙ্গামাটিতে ২২টি, খাগড়াছড়িতে ২২টি, বান্দরবানে ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব