চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শাহজাহান ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার চুলনা গ্রামের মো. সলিম উল্লাহ’র ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে কর্ণফুলী এলাকায় ক্রেনে মালামাল লোড করতে গিয়ে শাহজাহানের গায়ে বিদ্যুতের তার (ক্যাবল) লাগে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-২১