রংপুর নর্দাণ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ঘটনার মূল নায়ক আলমগীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর দেওয়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক আলমগীর কবির একই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, "প্রাথমকি জিজ্ঞাসাবাদে আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেছে। আলমগীরের স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।"
ধর্ষনের স্বীকার ওই দুই ছাত্রী সর্বপ্রথম বিষয়টি নর্দাণ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও প্রতিকার না পেয়ে অবশেষে মঙ্গলবার বাদি হয়ে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে নোট নিতে ওই দুই ছাত্রী কলেজের পাশে ধাপ সর্দারপাড়া এলাকায় তাদের বন্ধু নিতাই চন্দ্র ও আলমগীর হোসেনের মেসে যায়।
এসময় উপস্থিত বড় ভাই আলমগীর কবির ঘরে বসে কথা বলতে তাদের ভেতরে নিয়ে যান। পরে তার বহিরাগত আরও চার বন্ধুকে ডেকে নিয়ে দুই বন্ধুকে বেঁধে রেখে জোড় করে ওই দুই ছাত্রীর অশ্লীল ছবি তোলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সবাই মিলে তাদের ধর্ষণ করে।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০