ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকা থেকে ১৪৪ ক্যান বিয়ারসহ জুম্মন (২৬) ও পাভেল (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ(ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় ২য় বুড়িগঙ্গা সেতুর কাছ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দাস।
এসআই বিপুল চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৬/মাহবুব